২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামে নিখোঁজের একদিন পর
তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী সানজিদার (৮) মৃতদেহ মাছের ঘের থেকে উদ্ধার করেছে
এলাকাবাসী। রোববার রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে
মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সানজিদা ধুলাসার ইউনিয়নের চর
ধুলাসার গ্রামের শীষ আলমের মেয়ে। গত ৩১ জুলাই বিকালে নানা বাড়ি থেকে পাশ্ববর্তী
খালার বাড়ি যাওয়ার পথে সানজিদা নিখোঁজ হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত প্রায় এক মাস
পূর্বে মা রাহিমা বেগমের সাথে মনষাতলী গ্রামে নানা শাহ আলমের বাড়িতে বেড়াতে
আসে সানজিদা। গত ৩১ জুলাই(শনিবার) বিকাল তিনটার দিকে পাশ্ববর্তী খালা
বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সানজিদা। এরপর থেকে সে
নিখোঁজ হয়।
১ জুলাই(রোববার) দুপুরে সানজিদার মা মেয়ের খবর জানতে তার বোন জান্নাতি
বেগমকে মোবাইল করলে জানতে পারে সানজিদা তাদের বাসায় যায়নি। তাৎক্ষণিক দুই
পরিবারের লোকজনসহ এলাকাবাসী গ্রামের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি শেষে
গ্রামের মালেক খলিফার সদ্য খনন করা মাছের ঘেরের পাশে গেলে ঘেরের পানিতে সানজিদার
মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। প্রায় ১৫-২০ ঘন্টা আগে মৃত্যু
হওয়ায় মৃতদেহটি ফুলে ফ্যাকাশে হয়ে গেছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক মহিপুর
থানায় জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা জানান, কেন কি কারনে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা
হয়েছে ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ