কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এক মানুষিক প্রতিবন্ধীকে একাধিকবার ধর্ষনে চার মাসের অন্ত:সত্তা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কলাপাড়া উপজেলার ইমরান হোসেন(২৩) নামের এক যুবক একাধিকবার ধর্ষনে এক যুবতীকে (১৭) চার মাসের অন্ত:সত্তার অভিযোগ উঠেছে। দাম্পত্য কলহের জেরে ওই যুবতীর সঙ্গে তার স্বামী মনির হোসেনের প্রায় এক বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর বাবার (ইউনুচ প্যাদা) বাড়ি বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে বসবাস করছেন। এসময় পার্শ্ববর্তী শনিবাড়িয়া বাজারের পূর্ব পরিচিত ইমরানের সাথে সখ্যতা গড়ে ওঠে। এ সুযোগ প্রলোভনে ওই যুবতীকে একাধিবার ধর্ষন করে ইমরান। এতে ওই যুবতী অন্ত:সত্তা হয়ে পরে। এ ঘটনায় গতকাল (শুক্রবার) রাতে ওই যুবতীর মা (জোৎস্না বেগম) বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ইমরানকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেস্টা চলছে।
