১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় প্রেম করার অপরাধে যুবককে আটকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় প্রেম করার অপরাধে রাজিব (২৪) নামের এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী উপজেলার ১নং ওয়ার্ডের মনির মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত রাজিবকে শুক্রবার উদ্ধার করে তার পরিবারের লোকজন কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। রাজিব কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ১১নং হাওলা গ্রামের নাসির ফরাজীর ছেলে।

আহত রাজিব জানায়, প্রায় ৪ মাস আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বৈঠাকাঠা গ্রামের এক একটি মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার মেয়েটি তাকে পার্শ্ববর্তী উপজেলা আমতলী যেতে বলেন।

রাজিব আমতলীতে তেলের পাম্প এলাকায় পৌঁছলে মনির মৃধা, দুলাল ও বেল্লালসহ বেশ কয়েকজন তাকে হঠাৎ মারধর করে অটোতে করে মনির মৃধার বাড়িতে নিয়ে যায়। এরপর একটি ঘরের মধ্যে আটকে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে সকালে আমতলী পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানের সহযোগিতায় রাজিবকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ