৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় বিষপানে কিশোরের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিষপানে রিয়াদ বেপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দিনগত রাতে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিয়াদ ওই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নজরুল বেপারীর ছেলে।

জানা যায়, বুধবার দিনগত রাতে বিষপান করে রিয়াদ। পরে তাকে উদ্ধার করে রাতেই পটুয়াখালী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষপানের কারণ তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ