পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ বিল্লাহ নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ বিল্লাহ ইউনিয়নের মৌলভী আবু তাহের মুন্সীর ছেলে। তিনি দক্ষিণ দৌলতপুর সালেহীয়া আলিম মাদরাসার শিক্ষক।
স্থানীয় বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বাড়ির পুকুর থেকে মোটার দিয়ে পানি তোলার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে পেঁচিয়ে পড়লে তিনি আহত হন। তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির মাহমুদ বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। তার মৃত্যুতে আমরা শোকাহত।’