১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় লকডাউনের চতুর্থ দিনে ১৮ জনকে অর্থদন্ড

।।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, \ লকডাউনের চতুর্থ দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কোভিট-১৯ এর বিধিনিষেধ না মানায় ১৮জনকে ৩৪ হাজার ৮’শত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া পৌর শহর নতুন বাজার, পাখিমারা বাজার ও শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় পথচারি ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থদন্ডকৃতরা হচ্ছে এ.জে ইলেকট্রনিক্স ১২ হাজার টাকা, অশোক এন্ড ব্রাদ্রার্সকে পাঁচ হাজার টাকা, সাব্বির টেইলার্স তিন হাজার টাকা, ইহলাম বস্ত্রালয় পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
এছাড়া ১৪জন পথচারিকে বিনা কারনে বাইরে হওয়ার ৯ হাজার ৮’শত টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা ভাইরাসের মধ্যে নিয়ম ভঙ্গ করার কারণ ও দোকান খোলার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ১৮ জনকে ৩৪ হাজার ৮’শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
##

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ