২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় শিশুকে শ্লীলতাহানি, অভিযুক্ত কিশোর আটক, থানায় মামলা

 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে ছয় বছরের এক কন্যা
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ
ঘটনায় শিশুটির মা রোববার রাত ১২টার পর বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে।
সোমবার দুপুরে শিশুটির ডাক্তারী পরীক্ষা এবং আটক কিশোরের সঠিক বয়স নির্ধারনের
জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়কের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার বাদুরতলী গ্রামেরএক ভাড়া বাসার দোতলায় নিয়ে শিশুটিকে
শ্লীলতাহানি করে ওই কিশোর। এ ঘটনায় ওই কিশোরকে অভিযুক্ত করে শিশুটির মা মামলা
দায়ের করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভিকটিম ও
অভিযুক্ত দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ