১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় সাংবাদিকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কলাপাড়া প্রতিনিধি ঃ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন চাই এই স্লোগান কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ইলেকট্রনিক্স ও পৃন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা ২৫ আগষ্ট বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের চত্বরে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানী মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি একে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু নীলয়, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আলমগীর শিকদার, ইমন আল আহসান প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সর্বশেষ