২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ৩ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ মন জাটকা জব্দ


ইমন আল আহসান.কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৬ জানুয়ারি।।
কলাপাড়ার রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জালসহ ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। সোমবার রাত ১০ টা থেকে মঙ্গলবার সকাল ১০ পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদী থেকে এসব মাছ ও জাল জব্দ করা হয়। পরে মঙ্গলবার দুপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নির্দেশক্রমে এসব অবৈধ জাল কলাপাড়া হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা ও এ.এস আই কামরুল ইসলাম।

#

ইমন আল আহসান
কলাপাড়া প্রতিনিধি
২৬.০১.২০২১।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ