কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র পাঁচ পেরিয়ে ছয় বছরে পদার্পন উপলক্ষে আনন্দ র্যালী ও কেককাটার মাধ্যমে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) সকাল ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সম্মুখ হতে একটি আনন্দ শোভাযাত্রা ও র্যালী করা হয়। পরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এস. কে রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান (মুহিব)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু প্রমুখ। এসময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ক্লাব ও কলাপাড়া উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।