১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাবুগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপন বরিশালে জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির এসএসসি-দাখিল উত্তীর্ণদের বার্তা দিলেন মাওঃ আবদুল জব্বার এসএসসিতে সকল বিষয়ে এ প্লাস : পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিম: প্রতিভা, প্রজ্ঞা আর সম্ভাবনার... এবারও এসএসসি পরীক্ষায় বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষক পরিবারকে নি*র্যাত*ন ও লু*টপা*টের অভিযোগ হিসান মুহতাসিম প্রকৌশলী হতে চায় পিরোজপুরে দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ বাকেরগঞ্জে এসএসসি/দাখিল উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মিজান খান বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডু*বি, ৩ জেলে নি*খোঁ*জ

কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতের দল। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চড়াইল গ্রামের মকবুল হাওলাদারের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপা ও নগদ ৩০ হাজার টাকা এবং দুইটি স্মার্ট ফোন নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) সমির কুমার দাস।

মকবুল হাওলাদারের জামাই জাহাঙ্গীর আলম বলেন, রাত ৩টার দিকে ডাকাতের দল ঘরের পাশে রাখা গাছ বেয়ে ঘরের ২য় তলায় ওঠে ওখানের দরজা খোলা থাকায় তারা ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আমাকে আমার স্ত্রী ও শ্বশুরকে গামছা দিয়ে হাত-পা বেঁধে পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করে। তারা ৬ জন ছিলো। ৩ জন নিচ তলায় আর ৩ জন ২য় তলায় ছিলো। তাদের এক জনের হাতে পিস্তল ছিলো অন্যদের সবার হাতে বটি দা, শাবল, রেঞ্জ ছিলো। আমরা ডাক চিৎকার দিলে আমাদের গুলি করে হত্যার হুমকি দিছে। তাই ভয়ে কিছু বলি নাই চুপচাপ ছিলাম। ডাকাতরা যাওয়ার সময় আমার মেয়েরা চিৎকার দিলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে মজিদ ও সাইফুল নামে দুজনের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত মজিদ, সাইফুল ও ঘরের মালিক মকবুল হাওলাদার উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মো. সজীব বলেন, মকবুল হাওলাদারের বাড়িতে রাতে ডাকাতির খবর শুনে সেখানে চলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ডাকাতরা দুজনের পায়ে গুলি করেছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) সমির কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ তাদের বাড়িতে পাঠানো হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ