৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কাউখালীতে কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার বাশুরি গ্রামের মো.সাইফুল ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর )ভোরে ঘরের পাশ্ববর্তী একটি কাঠাল গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলান্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।সাইফুল উপজেলার বাশুরী গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে। সে বরিশাল বি এম কলেজের ৩য় বর্ষে ছাএ ছিল।

সাইফুলের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোর রাতের দিকে সকলের অজান্তে গাছের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। বাসার লোকজন সকালে সাইফুলকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি দেয়া অবস্থায় সাইফুল কে ঝুলান্ত দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কী কারণে সাইফুল গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারেনি তার স্বজনরা।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ