৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

কাউখালীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধিঃ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রাপ্তজনের এই প্রতিবাদ্য নিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌছে দেওয়ার প্রত্যয় কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার(২জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সমাজসেবা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা প্রশাসন সভাপক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার হাদিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মহসীন কবির প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে উপজেলার ৫জনকে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্তদের ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ও ১২জনকে সুদমুক্ত ক্ষূদ্র ঋন প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ