পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে গুরুত্ব জখম করা হয়েছে হয়েছে। এ ঘটনায় সোমবার কাউখালী থানায় মামলা দায়েরের পর একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসীসূত্রে জানা গেছে- গত রবিবার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের জমাদ্দার বাড়ীর হাসনা হেনার হাঁস একই বাড়ীর মাসুম বিল্লাহর পুকুরে গেলে হাসনা হেনা হাঁস আনতে গেলে পুকুরের মালিক মাসুম গং এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দাও দিয়ে এলোপাথারি কুপিয়ে হাসনা হেনা ও তার মেয়ে বিথী ইসলামকে গুরুত্বর জখম করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুত্বর আহত হাসনা হেনা ও তার মেয়ে বিথী ইসলাম বর্তমান বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে হাসনা হেনার মেয়ে ফারজানা আলম বাদী হযে কাউখালী থানায় সোমবার মামলা দায়ের করেন। মামলা নং ০১, তারিখঃ ০৭.০৬.২০২১।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, আসামী মোঃ মাসুম বিল্লাহকে গ্রেফতার করে মঙ্গলবার পিরোজপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।