পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ১ জন জেলেকে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কচাঁ নদী থেকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ রুবেল শেখ(৩০)নামের এক জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দুপুরের দিকে কচাঁ নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও নৌ পুলিশের একটি টিম। এসময় কচাঁ নদীর পাঙ্গাশিয়া এলাকায় নিষেধ অমান্য করে মা ইলিশ শিকার করায় জেলে রুবেল শেখকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জানান, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ শিকার করার অপরাধে রুবেল শেখ নামে ১ জেলেকে এক বছরের সাজা দেয়া হয়।
