পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবন্ধী আঃ মন্নানের সবজি ক্ষেতে লবন দিয়ে ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের মৃত আয়জদ্দিন আকনের ছেলে প্রতিবন্ধী আঃ মান্নান ৩ কাঠা জমির উপরে সবজি চাষ করেন। সবজির বাগান ইতিমধ্যেই অনেক ফুল ফলে ভরপুর হয়ে উঠছে। গত রবিবার রাতের কোন এক সময় দুর্বত্তরা ক্ষেতের গাছের চারার গোড়ায় লবন দেয় এতে ক্ষেতের সকল সবজি গাছ মরে যাচ্ছে। এ ব্যাপারে আঃ মন্নান জানান, তিনি সোমবার সকালে প্রতিদিনের মত সবজি ক্ষেতে পানি দিতে গেলে তখন দেখেন প্রতিটি গাছের গোড়ায় লবন ছিটিয়ে দেয়া হয়েছে। এতে আমার ক্ষেতের সবজি চারা গুলো মরে যাচ্ছে। এই ক্ষেতের সবজি বিক্রি করে আমার সংসার খরচ চালাই। এখন আমার সবজি ক্ষেত নষ্ট হওয়ায় আমি কিভাবে আমার সংসার চালাব ভেবে পাচ্চিনা।
সয়না রঘুনাথপুর এলাকার ইউপি সদস্য আঃ রহমান বলেন, আমি সবজি ক্ষেতে গিয়ে দেখেছি অনেক পরিমান লবন দিয়েছে যাতে তাহার সবজিগুলো নষ্ট হয়ে যায়।
