১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কাউখালীতে বঙ্গবন্ধুর স্বহস্তে লেখা চিঠি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হল

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মুজিবশতবর্ষ কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে লেখা চিঠি শিক্ষার্থীদের কাছে তুলে দিয়েছেন তথ্য ব্যাংকার হিসাবে পরিচিত সমাজ সেবক আঃ লতিফ খসরু।

এলাকার মানুষের কাছে তিনি তথ্য ব্যাংকার হিসাবে পরিচিত। কাউখালী উপজেলার সদরে রয়েছে তার একটি ছোট্ট পরিসরে সংগ্রহশালা। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৯ সালের ১৬ই এপ্রিল নিজ হাতে লেখা তার সহধর্মিনী ফজিলাতুননেছা কে লেখা দূর্লভ চিঠি ও ১৯৬৯সালে জাতির জনকের নিজ হাতে লেখা তৎকালীন ইতালী প্রবাসী কন্যা শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) কে লেখা দুর্লভ দুটি চিঠির (ফটোকপি) মঙ্গলবার উপজেলার শিক্ষার্থীদের হাতে তুলে দেন। আঃ লতিফ খসরু স্বপ্রনোদিত হয়ে জাতির জনকের হাতের লেখা চিঠি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিতরণ করছেন।

উদ্দ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, তরুণ প্রজন্ম যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে দেখেননি তাদের কাছে এই পত্রটি পৌঁছে দেওয়ার মাধ্যমে কিছুটা হলেও তারা জানতে ও বুঝতে পারবে জাতির জনককে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ