১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।

শনিবার দুপুরে উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের সামনে উপশম ফার্মেসির এর মালিক আব্দুল জিহাদকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার ৫০০ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে। হাসপাতাল রোডের জাহাঙ্গীর ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর হোসেনকে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও মূল্যহীন খাবার রাখার অপরাধে ২ হাজার ৫০০ শত টাকা অর্থদণ্ড করা হয় ও মহিলা কলেজের সামনের মায়ের দোয়া বেকারের মালিক ইমাম হোসেনকে মূল্যবিহীন খাদ্যপণ্য রাখার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ