পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমান আদালত সানোয়ার হোসেন সেন্টু (৪০) নামের এক মাদক সেবিকে ৩ মাসের কারা দন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত সেন্টু উপজেলার দক্ষিন বাজার এলাকার মৃত মান্নান হাসেন তালুকদারের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে পিরোজপুর মাদক নিয়ন্ত্রন
অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানোয়ার হোসেন সেন্টুর নিজ ঘর থেকে ৫গ্রাম গাঁজা সহ তাকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির ভ্রাম্যমান আদালতে হাজির
করা হলে আদালত অভিযুক্ত সেন্টুকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সেন্টু আগেও একাধীকবার মাদক সহ আটক হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি জানান, অভিযুক্ত সেন্টুকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সে নিজেকে নিয়মিত মাদক সেবী হিসাবে স্বীকার করলে তাকে ৩ মাসের কারা দন্ড দেয়া হয়।
