৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

কাউখালীতে স্বামীর নির্যাতনে গৃহবধুর বিষ পানে আত্মহত্যা হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী ও আত্মীয়স্বজনরা

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে স্বামীর নির্যাতনে মরিয়ম আক্তার সেলিনা (৩৫) নামে এক গৃহবধুর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় হাসপাতালে লাশ রেখে স্বামী ও আত্মীয়স্বজনরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার জব্দকাঠী গ্রামে। মৃত গৃহবধু সেলিনা বেগম পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ইসমাইল ফকিরের মেয়ে।
জানা যায়, উপজেলার জব্দকাঠী গ্রামের জলিল মাঝির ছেলে অহিদুল মাঝির সাথে পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ইসমাইল ফকিরের মেয়ে মরিয়ম আক্তার সেলিনার সাথে ৮/৯ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। গত ১ সপ্তাহ ধরে তাদের পরিবারে আর্থিক অনটনের কারনে স্বামী অহিদুল মাঝি স্ত্রী সেলিনা বেগমকে প্রায়ই নির্যাতন করত। এর এক পর্যায়ে স্ত্রী সেলিনা বেগম নির্যাতন সহ্য করতে না পেরে রবিবার (২৫ এপ্রিল) ভোরের দিকে পরিবারের সকলের অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় পরিবারের লোকজন বাহির থেকে এসে তাকে ঘরে পড়ে থকাতে দেখে সকাল সাড়ে ১০ টার দিকে স্বামী সহ আত্মীয়স্বজনরা তাকে মুর্মুর্ষ অবস্থায় কাউখালী হাসপাতালে ভর্তি করে। ভর্তির ঘন্টা দুই এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এসময় স্বামী ও আত্মীয়স্বজনরা বিষয়টি মিট মিমাংসা করার চেষ্টার করলে ডাক্তার সুব্রত কর্মকার থানা পুলিশকে খবর দেন। পুলিশ আসার খবর টের পেয়ে স্বামী অহিদুল মাঝি সহ তার আত্মীয় স্বজনরা লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ