পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে ২শত পিচ ইয়াবা সহ মো. সুমন হোসেন (৪১) ও রাসেল আকন(২৫) নামের দুই যুবকে আটক করেছেন থানা পুলিশ । মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করে।
আটকৃত সুমন হোসেন নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মতিউর রহমানের ছেলে ও রাসেল আকন একই গ্রামের মুছা আকনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনের গেটে বসে আটককৃত সুমন ও রাসেল সহ কয়েক জন মাদক বেচা-কেনা করছিলেন বলে জানতে পারেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে সুমন ও রাসেলকে মাদক সহ গ্রেফতার করা হলেও অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহারিত একটি মটর সাইকেল উদ্বার করে।
থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ বনী আমিন জানান, আটককৃত সুমন ও রাসেলের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।