খবর বিজ্ঞপ্তি : পিরোজপূর কাউখালীতে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, অক্টোবর ৭) বাংলাদেশ ছাত্রলীগ কাউখালি উপজেলা শাখার সভাপতি রিছাদ হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত স্বাক্ষরিত একটি খবর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে কাউখালীর ২ নং আমজুড়ি ইউনিয়নের সভাপতি হিসেবে শেখর কুন্ডু ও সাধারণ সম্পাদক পদে মোঃ সজীব ফরাজীকে দায়িত্ব প্রদানের পাশপাশি আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক কাউখালীর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
