পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প বিকল হওয়ায় একসপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সংকটের ফলে রোগীদের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠানোর একমাত্র পাম্পটি যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার(৩০ এপ্রিল ) থেকে বিকল রয়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনগুলোতে পানির সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও আবাসিক বাসিন্দারা। রোগীদের বিভিন্ন ওয়ার্ডে দুর্গন্ধে থাকা দায়। যাদের সামর্থ্য আছে, তারা পানি কিনে আনছেন। যাদের সামর্থ্য নেই, তারা নানা দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেকানিক না থাকায় প্রায়ই পাম্প বিকল হয় বলে জানাযায়। জুনিয়র মেকানিক পদে একজন কর্মরত থাকলেও তিনি পিরোজপুর সদও হাসপাতালে প্রেষনে রয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা বলেন,গোসল তো দূরে থাক, শৌচাগারেও পানি নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কর্মকার বলেন, ‘পাম্পটি মেরামত করতে দেওয়া হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে। শুক্রবার সকালে ফায়ারসার্ভিসের সহায়তায় হাসপাতালে পানির ব্যবস্হা করা হয়েছে।
