এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরেই ব্যস্ত হয়েছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। এরইমধ্যে বেশ কিছু কাজ শেষ করেছেন তিনি। তারমধ্যে ভাসাবী, আনজারা, রঙ বাংলাদেশ, পুতুল পাঞ্জাবী সহ বেশ কিছু ব্যান্ডের ফটোশুট শেষ করেছেন। তারই ধারাবাহিকতায় গৌতম সাহা সম্প্রতি শেষ করেছেন পিংন্ক মি আপ ওমেন্স পার্লারের ফটোশুট। এর কর্ণধার রুশু রহমান। ড্রেস আনজারা। এতে মডেল হয়েছেন লন্ডনের মেয়ে মীম জাহান ও মো. ফাহিম ইসলাম দ্বীপ।
এদিকে মডেল ননীকে নিয়ে একটি বড় বাজেটের কাজ করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, অনেক বড় বাজেটের একটি কাজ করতে যাচ্ছি। কাজটিতে বেশ চমক আছে। এ ব্যাপারে এখনই বিস্তারিত বলতে চাই না। কাজটি হলেই সবাইকে জানান দেবো। আশা করছি ভালো একটি কাজ উপহার দিতে পারবো।