কাজীরহাট প্রতিনিধি
বরিশালি জেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের চরসন্তোষপুর গ্রামে নানা ফজলে করিম হাওলাদারের বাড়িতে নাতী বেড়াতে এসে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে (৩) বছরের শিশু বলে খবর পাওয়া গেছে। স্থাণীয় সূএে জানাগেছে, বিদ্যানন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমাধবরায় গ্রামের কাওসার মোল্লার ছেলে তার নানা বাড়ি বেড়াতে গিয়েছে মায়ের সাথে। গত ১৮ জুলাই সকাল ৯ ঘটিকায় সকলের অজান্তে বাড়ির পশ্চিম প্রান্তে পুকুরে পড়ে যায়। পাশ্ববর্তী লোকজনেরা দেখে ডাকচিৎকার করলে লোকজন দৌড়ে এসে দেখতে পায় শিশুটি ভেসে আছে। পুকুর থেকে উদ্ধার করে কাজীরহাট পল্লি চিকিৎসকের নিকট নিয়ে নানা, নানী ও আতিœয় স্বজনেরা। পল্লি চিকিৎসক মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য বললে তাৎক্ষনিক নিয়ে যায়। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মৃত্যু ঘোষনা করে বলেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। লাশ বিদ্যানন্দপুর গ্রামের বাড়ি দাফন করা হয়েছেও বলে জানাগেছে। উল্লেখ্য আজ বিকালে ৪ বছরের শিশু মন্নাত খোনারের নাতী পুকুরে পড়ে যায় ভাগ্য ক্রমে বেচেঁ গেলে যায়। ২ দিন পূর্বে ৪ বছরের শিশু পুকুরে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটেছে এলাকায়।
