রাসেল কবির
বরিশালের কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামে ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে পল্লী বিদুৎতের খাম্বা বসানো কে কেন্দ্র করে হামলার আলতাফ চৌকিদার (৪৮) নিহতর ঘটনায় স্ত্রী হাওয়ানুর বেগম কাজীরহাট থানায় গত ২৫ শে ডিসেম্বর ১৩ জনকে আসামী করে হত্যা মামলা ধায়ের কনের যাহার মামলা নং ৮। আসামী সহিদ খলিফা, ইউপি সদস্য কালাম খানঁ, মাইনুদ্দিন সরদার, শাহাবুদ্দিন সরদার, জামাল মের্দ্দা, সেন্টু সরদার, নজরুল হাং, আবুল সিকদার, আনিছুর রহমান খানঁ, সহিদুল ইসলাম, আলমগীর হোসেন সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদিনী জানায় অঅমার স্বামী কে নির্মম ভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে ৬ দিন অতিবাহীত হলেও কাজীরহাট থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনী। উল্লেখ্য বিদ্যূৎ”র খাম্বা বসানো নিয়ে বিরোধ বাধে আসামী সেন্টু সরদার গং দের সাথে একই এলাকার সোহেলের সাথে। বিদ্যূৎ লাইন কন্টেক্টর ফোন করে জানায় জনপ্রতিনিধি হিসাবে আপনি ঘটনা স্থলে গিয়ে বিষয়টি সমাধা করে দিয়ে আসেন। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল ২৫ শে ডিসেম্বর সকালে সাথে করে নিয়ে গেছে আলতাফ চৌবিদার কে। বিদ্যূৎ”র খাম্বা বসানো যায় এ নিয়ে আপোষ মিমাংসার কথা প্রকাশ করলে সেন্টু সরদার গং ক্ষিপ্ত হয়ে হামলা চালায় এতে রক্তাক্ত গুরুত্বর জখম হলে মুলাদী নেওয়ার পথি মধ্যে মিয়ার হাট বাজারে গেলে আলতায় চৌকিদার মারা যায় বলে নিহতর পরিবার সূএে জানাগেছে। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল ঘটনা সত্যত্বা স্বিকার করে বলে যে আমার উপস্থিতিতে ঘটনা ঘটেছে।