২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাবুগঞ্জে ইউএনও'র সেচ্ছাচারিতায় জনপ্রতিনিধিদের অসন্তোষ ! বর্ণিল আয়োজনে ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাধীনতা দিবস পালন রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ৫৩তম মহান স্বাধীনতা দিবসে বর্নিল আয়োজন লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির উদ্যোগে গণহত্যা দিবস পালিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীর কাশিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে মারধর  পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোচনা সভা বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

কাজীরহাট বন্দর ব্রিজের দু’প্রান্তে মরণফাঁদ ! দেখার কেউ নেই

রাসেল কবিরঃ

বরিশাল জেলার নবাগত কাজীরহাট থানা বন্দর কাজীরহাট বাজারে প্রবেশ করতে হলেই খালের উপর ব্রিজ জনসাধারনের মরন ফাঁদ হয়ে দাড়িয়েছে বিজ্রের দু”প্রান্তে । এ যেন দেখার মত কেউ নেই। স্থাণীয়রা জানিয়েছে, ব্রিজ জনসাধারনের চলাচলে সুবিধা হলেও বেশীর ভাগেই বিজ্রের দু”প্রান্ত দিয়ে জনসাধারন সহ ছোট বড় যানবাহন উঠা নামায় প্রায় ঘটছে দূর্ঘটনা। বাজার ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে কাজীরহাট বাজারে প্রদক্ষিন করতে হলে এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়ার একমাএ মাধ্যম। ব্রিজটি নির্মানের পর ব্রিজের দু”প্রান্তে মাটি, বালু, সিমেন্ট সহ ঢালাই না করে অজনা উদ্দ্যেশে পাড়ি জমায় ব্রিজের কন্টেকদার বরিশাল জেলা সাবেক ছাএ দল সভাপতি মনোয়র হোসেন জিপু। সে থেকেই ব্রিজের দু”প্রান্তে জনসাধারনের চলাচলে মরন ফাঁদ হয়ে দাড়ায়। সরজমিনে গেলে দেখা গেছে, কাজীরহাট বাজারে দূর দূরন্ত থেকে লোকজন আসা যাওয়া করে। এছাড়া দৈনিক হাজারো লোকজনের আসা যাওয়ার মাধ্যম প্রাইমারি, হাই স্কুল ও কলেজ সহ বিভিন্ন স্থানের রুট। ব্রিজের দু”প্রান্তে দেবে দেছে দেখা গেছে যানবহনের মধ্যে মটরবাইক, ভ্যান, নছিমন ও ছোট পিকআপ উঠা নামায় কষ্ট সাধ্য সহ দূর্ঘটনার শিকার হতে পারে যে কোন সময়। অনেক চালকেরা জানিয়েছেন উঠা নামার ফলে অনেক যানবহন দূর্ঘটনার শিকার হয়েছে। পার্শ্ববর্তী মুলাদী উপজেলা থেকে পাইকারী ও খুরচা মুদী মনোহরী মালামাল নিয়ে কাজীরহাট বাজারে যানবহন চালকেরা সহসায় মালামাল নিয়ে ভাড়ায় আসতে দ্বিমত করছে। সংশ্লিষ্ট সূএে জানাগেছে, ব্রিজের দু”প্রান্তে দেবে যাওয়ার কারনে নিজেদের উদ্দেগে দুই বার কাজ করলেও কিছু দিন পর পূর্বের মতোই দেবে যায় বলে জানিয়েছে ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ