রাসেল কবির: বরিশাল জেলা কাজীরহাট থানা বাংলাবাজার (বিএনপি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিস উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে আগষ্ট রোজ সনিবার বিকাল ৫ ঘটিকায়। অনুষ্টানের সভাপতিত্ব করেন সাবেক ছ্এা দল বর্তমান যুবদল নেতা মোঃ কামাল হোসেন হাওলাদার লতা ইউনিয়ন কাজীরহাট থানা শাখা। প্রধান অতিথি মোঃ কায়সার বরিশাল জেলা যুবদলের যুগ্ন আহবায়ব ফিতা কেটে অফিস কার্যালয় শুভউদ্ভোধন করেন। অফিস কার্যালয় আলোচনা সভায় অনেক নেতা কর্মীরা বক্ত্য রাখেন । মোঃ কামাল হোসেন হাওলাদার তিনি বক্ত্যবে বলেন , বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে সকল জন সাধারন একাতœাতা প্রকাশের মাধ্যমে ৫ইং আগষ্ট বাংলাদেশ কে স্বৈরাচার মুক্ত করেছে। বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান আওয়াজ তুলেন জিয়ার সৈনিক এক হয় । আরো বক্তব্য রাখেন লতা বিএনপি যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হক তিনু , লতা ৪ নং ওয়ার্ডের বিএনপি মূল দলের নাসির উদ্দিন নসু , ৬ নং ওয়ার্ড সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি কবির হোসেন হাওলাদার, যুবদল নেতা হুমায়ন হাওলাদার, জয়নগর যুবদলের সাবেক আহবায়ক হুমায়ন কবির সহ বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ছিলেন। আলোচনা সভা শেষে মিষ্টি বিতরন করেন।
