৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

কালকিনিতে অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অগ্নিকান্ডে মোঃ আনোয়ার সরদার নামে এক দিনমজুরের বসতঘর পুড়ে চাই হয়ে গেছে। এতে করে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বুধবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দিনমজুর পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের ফটিক সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, মিন্টু সরদারের রান্না ঘর থেকে দিনমজুর আনোয়ার সরদারের বসতঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে করে ঘরে থাকা ১টি ফ্রিজ, ১টি টিভি ও চাল-ডালসহ সমস্ত আসবাপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আনোয়ার সরদার কান্না জরিত কন্ঠে বলেন, আমি গরীব মানুষ, আগুনে আমার সব শেষ করে দিয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি দেখব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ