২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কীর্তনখোলা নদীতে ইলিশ রক্ষায় অভিযান

নিজস্ব প্রতিবেদক :: ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ সোমবার বেলা ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা এই অভিযানে সহায়তা করেন।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৩ অক্টোবর দিবাগত মধ্য রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বরিশাল অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। এ কারনে বরিশালের নদ-নদীর দিকে বাড়তি নজর দেয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ নদ-নদীতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। কেউ আইন ভঙ্গ করলে তাদের জেলা জরিমানার বিধান রয়েছে।

এর আগে গত রবিবার গভীর রাতে সন্ধ্যা নদীতে মাছ শিকারের দায়ে আটক ৭ জন জেলেকে জেল-জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ