নিজস্ব প্রতিবেদক: সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন ‘কুরআন-হাদীস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. নূরুল হক, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন- চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আলী আহমেদ হাওলাদার। ১৯ সদস্যের ঘোষিত কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক সভঅপতি অধ্যাপক মো. নূরুল হক, বক্তব্য রাখেন বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. খা. মো. আবদুর রব, চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রব, বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর কাজি নজরুল ইসলাম, ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসাইন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান আ.জ.ম. হাবীবুর রহমান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন শিকদার, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ফজলুর রহমান, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, বরিশাল জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুর রব, কুরআন-হাদীস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দীন প্রমুখ।
সম্মেলনে ইসলামী সংীত পরিবেশন করেন বরিশাল সাংস্কৃতিক সংসদের শিল্পীরা। এছাড়াও ফোরামের বার্ষিক প্রকাশনা ‘আন্নূর’ দশম সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
