৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ১০ জুয়াড়ি আটক

পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে মহিপুর থানা পুলিশ ‘আল্লার দান’ নামক আবাসিক হোটেলের ১০১ নাম্বার কক্ষ থেকে তাদেরকে আটক করে। এসময় এদের কাছ থেকে ১৪ হাজার ৫২০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটকরা হলেন মো. কবির হোসেন, জাহিদুল তালুকদার, তোফাজ্জেল, মিলন ভূঁইয়া, সান্টু হাওলাদার, অহিদুল হাওলাদার, সরোয়ার, সোহরাব, আমিনুল ইসলাম ও জসিম আকন।

মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন ওই হোটেলে জুয়ার আসর বসাতো। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ