হোসাইন আমির কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটায় বঙ্গোবসাগরে সমুদ্রে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন ৫০ জেলে পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লীর জেলেদের বাড়ি বাড়ি গিয়ে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের ৭তম পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা এসব সহায়তা পৌঁছে দেন। লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম (পিএসসি) উপস্থিতিতে সেনা সদস্যরা প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি সয়াবিন ও ১ কেজি লবন বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনির শরিফ. কুয়াকাটা প্রেসক্লবের সভাপতি নাসির উদ্দিন বিল্পব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট . কলাপাড়া রিপোর্টা ইউনিটির সভাপতি জাহিদ রিপনসহ আরও অনেকে। এই সময় অসহায় জেলেদের খোদ্য সামগ্রী বিতারণে এসে লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে এ ধরণের সহায়তা বিগত দিনেও ছিলো এবং সামনের দিনগুলোতে আমরা গরীব মানুষে পাশে থেকে সহয়তা দেওয়া অব্যহত থাকবে।
