৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কুয়াকাটায় নির্বাচনী বৈঠকে যাওয়ার পথে ১০ কর্মীকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার প্রাক্কালে বিদ্রোহী প্রার্থীর ১০ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের প্রার্থীর ভাই আনসার উদ্দিন মোল্লার বিরুদ্ধে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- সোহাগ রহমান, আনোয়ার হোসেন ও আউয়ুব আলী।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মামুন হাওলাদারের অভিযোগ, বিকেলে ২ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি এলাকায় তার বাবার উঠান বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে আসার পথে তাদের সমর্থকদের হোসেনপাড়া এলাকায় বাধা দেন আওয়ামী লীগের প্রার্থী বারেক মোল্লার ভাই আনসার উদ্দিন মোল্লাসহ ২০ থেকে ২৫ জন বহিরাগত। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে জগ প্রতীকের ১০ সমর্থককে কুপিয়ে জখম করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, নাটক সাজিয়েছে জগ প্রতীকের প্রার্থী। ঘটনার সময় সেখানে আপনি উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, ‘হ ছিলাম। আমার ভাই নির্বাচন করে আমি সেখানে থাকব না!’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুই প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ