হোসাইন আমির,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\
বিশ্বের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা পৌর নির্বাচনে নৌকাকে পরাজিত করে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তরুন সমাজ সেবক আনোয়ার হাওলাদার ৩৩৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিজিত ৩ হাজার ৩ শ’৩৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান মেয়র নৌকা প্রতীকের আঃ বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬ শ’ ৮৪ ভোট। গত কাল সন্ধ্যায় ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এসব তথ্য জানা গেছে। কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সোমবার বিকেল ৫টায় জানিয়েছেন, পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১শ’২২।
এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লাকে হটিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার বিজয় লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়াকাটা শিল্পী গোষ্ঠী,কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন কুটুম, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি,কুয়াকাটা সী ট্যুর এন্ড ট্রাভেলস, কুয়াকাটা তরুন ক্লাব,শুভ সংঘক্লাব,বয়েসক্লাবসহ আরও অনেক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। অন্যদিকে কয়েক বছরের ভোটারদের ক্ষোভের বিষ্ফোরণ ঘটেছে এ পৌরভোটে বলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জানিয়েছেন।
কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সম্পাদক ও কন্ঠশিল্পী জনি আলমগীর বলেন, কুয়াকাটা পৌর নগরপিতা সে যে দলের হউক না কেন কুয়াকাটা আগত পর্যটকদের সুবিধায় তার কাজ করার দাবী রইল । ভ্রমন পিপাসুদেও বিনোদনের জন্য কোন একাডেমি ভবন না থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না তাই এ মেয়রের প্রতি একাডেমি ভবন করার দাবী জানাই আমাদের পক্ষথেকে নবনির্বাচিত পৌর মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা। # # #