মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী প্রেসক্লাব ২০২১ এর কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় পর্যটনকেন্দ্র কুয়াকাটার হোটেল খান প্যালেস মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, বাউফল পৌর সভার মেয়র জিয়াউল হক জুয়েল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর সভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসানাত মোঃ শহিদুল্লহ,। এছাড়াও অভিষেক অনুষ্টান আরও বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর সভার বিদায়ী মেয়র আবদুল বারেক মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, মোহ জাকির হোসেন, কাজী সামসুর রহমান ইকবাল। অভিষেক অনুষ্ঠান প্রাককাল পটুয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ড. অমিতাভ সরকার।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
পটুয়াখালী প্রেসক্লাবের ২ দিন ব্যাপি অনুষ্ঠানের ২৪ জানুয়ারী খান প্যালেসের হলরুমে পটুয়াখালী প্রেসক্লাবের ঐতিহ্য নিয়ে স্মৃতি চারন, লাকী কুপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
