৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কুয়াকাটায় বেরিবাধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি মহিব

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ ক্ষতিগ্রস্থ বেরিবাধ পরিদর্শন করেন পটুয়াখালী ৪ আসনের এমপি মহিববুর রহমান মুহিব। এসময় সাধারণ জনগণকে স্থায়ী বেরিবাধঁ নির্মানের জন্য আশ্বস্ত করেন এমপি।
শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য এবং অসহায় দুই শতাধিক মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও এমপির সহ ধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মেদ ভূইয়া,কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, মহিপুর থানা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ মালেক আকন্দ, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মজিবর রহমান, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এর আগে ১০ টায় নিজাপুরে নেতাকর্মীদের নিয়ে বন্যা কবলিত ও পানিবন্দী প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ