২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কুয়াকাটা ডালবুগঞ্জে সালাম সিকদারের মৃত্যুবার্ষিকী পালন

হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধি
বাংলাদেশ আধ্যাতিক সমাজের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি ও ডালবুগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ সালাম সিকদারের ১ম মৃত্যু বার্ষিকী দোয়া মাহফিল ও রাতভর বাউল গানে এ দিনটি হাকিম শাহ দরবার শরিফ তার নিজ বাড়িতে  পালন করা হয়।গতকাল শনিবার বিকাল ৩ টার দিকে দোয়া মোনাজাত দিয়ে শুরু করে  কাংঙ্গালী ভোজ রাতে দক্ষিণাঞ্চলে নামি-দামি বাউল শিল্পীদের গানে শত শত ভক্তদের মাতিয়ে তোলেন অনুষ্ঠানটি। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া আধ্যাতিক সমাজের সাধারণ সম্পাদক আলহাজ্ব বারেক শিচতী,ডালবুগঞ্জ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন, ইউপি সদস্য নুরুজ্জামান, সাখাওয়াত হোসেন নানু, খলীল বয়াতি, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক হোসাইন আমির, সম্পাদক জনি আলমগীর, বাউল রেজাউল করিম শাহ,অতিথি শিল্পী জুয়েল সরকার লালুয়া বাউল সংঘসহ অনেক। জানা যায় গত বছর এই দিনে ডালবুগঞ্জ বাসীর আলোর দিশারী মানব সেবক হাজারো মানুষকে কাদিয়ে সাবেক এই চেয়ারম্যান  আঃ সালাম সিকদার হূদরোগ আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল মারা যান। রেখে যায়া উত্তরসুরি মধু সিকদার তার আধ্যাতিক কর্মকান্ড হাল ধরে এ অনুষ্ঠানের আয়োজন করেন। আঃ সালাম সিকদারের ছোট ছেলে ৮ বছর বয়সী শিল্পী সুন্দর সিকদার অনুষ্ঠানের শুরুতে গান ধরলে ভক্তদের কান্নায় রোল পরে যায়।  তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ