৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুয়াকাটা-মহিপুর থানা যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধি\ কুয়াকাটা মহিপুরে কোভিট-১৯ মোকাবেলায় জনসাধারনের মাঝে সচেতনতা সৃস্টির লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে থানা যুবলীগের আয়োজনে দক্ষীঞ্চলের সবচেয়ে বড় বাজার মহিপুর শিববাড়ীয়া সাপ্তাহিক হাটে আসা মানুষজনের মাঝে মাস্ক বিতরন. সচেতনামুলক লিফেলেট বিতরন করা হয়। মহিপুর থানা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ মাস্ক বিতরণ করা হয়েছে। মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট’র নেতৃত্বে যুবলীগ কর্মীরা মহিপুর সাপ্তাহিক বাজারসহ মহাসড়কে চলাচলরত মটোরবাইক.অটো রিক্সা. অটোভ্যান চালকসহ চলাচলরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করেন তারা। এসময় করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাচঁতে সকলকে সরকারের দেয়া কঠোর নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। মহামারির এ প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে পারিবারিক সুরক্ষার তাগিদ দেন যুবলীগ নেতাকর্মিরা।
মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন জানান, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাস্ক বিতরনসহ কোভিট-১৯ এর সকল কার্যক্রমে মাঠে জনগনের পাসে আছি এবং থাকব ইনশাল্লাহ। এ সময় মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুবলীগ নেতা ছিদ্দিক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ