কুয়াকাটা প্রতিনিধি ।।
যুবকদের মাদক সেবন থেকে বিরত রাখতে কুয়াকাটা সৈকতে মিনি ফুটবল মেগা টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। দুই মাসব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (১৮ সেপ্টেম্বর) শেষ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের আহবায়ক রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর যুবদল নেতা নজির আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদওয়ান ইসলাম রাসেল, ছাত্রদলের আহবায়ক রিয়াজ খান, সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার, ক্রীড়াপ্রেমিক মাসুম আল বেলালসহ প্রমূখ।
কুয়াকাটা পৌর স্বপ্ন তরী একাদশ ও কুয়াকাটা পৌর আকন বাড়ী একাদশের মধ্যে ৯০ মিনিট খেলা হয়ে ট্রাইবেকারে রূপ নেয়। স্বপ্ন তরী একাদশ এক শুন্য গোলে আকনবাড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে শিরোপা হাতে তুলে দেয় আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।
##