মুহাম্মাদ আবু মুসা:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়ার গাবতলী শাখার সাবেক ব্যবস্থাপক আলহাজ¦ মাহমুদুল আলম (মহসিন) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) থেকে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে পদন্নোতি পেয়েছেন। এই খবর শুনে গত শুক্রবার সন্ধ্যা রাতে তাঁর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বগুড়া ও ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা। এর আগেও মূখ্য কর্মকর্তা সামসাদ এর নেতৃত্বে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখার সাবেক কর্মকর্তারা তাঁকে (মাহমুদুল) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে পদন্নোতি পাওয়া আলহাজ¦ মাহমুদুল আলম (মহসিন) বলেন, আপনাদের মত আরো মানুষের ভালবাসায় আমি অত্যান্ত মুগ্ধ হয়েছি। তিনি বলেন, সকলের দোয়া আর ভালবাসায় এবং আমার কর্মদক্ষতায় মহান আল্লাহ তায়ালা’র অশেষ রহমতে এই পদন্নোতি। তিনি (মাহমুদুল) বাকী জীবন মানুষের কল্যাণে কাজ করতে চান।
