নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার ধানমন্ডিস্থ করোনা ডেডিকেটেট পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাঃ মোঃ মিজানুর রহমান ‘কোভিড হিরো সম্মাননা- ২০২১’ এ ভূষিত হয়েছেন। মহামারী করোনাকালে সাহসিকতার সাথে নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করায় ১০ ডিসেম্বর ঢাকার ক্যামব্রিয়ান কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বসুন্ধরাস্থ কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার সেলিমা রওশন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, উপাধ্যক্ষ রইস উদ্দিন আহমেদ, কলেজের প্রাক্তন শিক্ষক শামসুল আলম বশির, এহসানুল হক, শাহ আলম, আয়োজক কমিটির আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিশুক, মশিউর রহমান ইভান, রিয়াদ আহমেদ, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন আঞ্জুমান নাহার বিথি ও সাইফুল ইসলাম অন্তর।
অনুষ্ঠানে ক্যামব্রিয়ান ১২তম ব্যাচের শিক্ষার্থী ডাঃ মোঃ মিজানুর রহমানসহ ৩১ জন চিকিৎসককে কোভিড হিরো সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়ে ডা. মোঃ মিজানুর রহমান বলেন, ক্যামব্রিয়ান ১২তম ব্যাচের সকলকে ধন্যবাদ আমাদের এই সম্মাননা দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।