আলম রায়হান:
সরকারি বরিশাল কলেজের নাম পাল্টে মহাত্মা অশ্বিনীকুমার দত্তের নামে করার পক্ষে শিশুদের রাস্তায় নামিয়েছেন বরিশালে ‘দৃশ্যত’ ক্লিন ইমেজের রাজনীতিক ডা. মনিষা চক্রবর্তী। সম্ভবত তিনি ঘি দিয়ে তামাক মেখে ফেলার মতো একটি কান্ড করে ফেলেছেন। রাজনীতিতে এরকম ভুল হতেই পরে। কিন্তু বিষয়টিকে কাভার করার জন্য তিনি আরেক কান্ড করেছেন।
মহাত্মা অশ্বিনীকুমারের নামে বরিশালের কলেজের নাম করনের পক্ষে অবুজ শিশুদের রাস্তায় দাঁড় করাবার পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছেন, “আমরা ক্ষুদিরামকে নিয়ে গান গাই, কিন্তু সত্যিকারের ক্ষুদিরামরা সামনে আসলে আইন-কানুন দেখানোর চেষ্টা করি!”
প্রশ্ন হচ্ছে, যিনি মহাত্মা অশ্বিনীকুমার দত্তের নামে ৬০ বছর আগে প্রতিষ্ঠিত কলেজের নাম পাল্টে দিতে চান তিনি ক্ষুদিরামকে নিয়ে গান করেন কিভাবে…! ক্ষুদিরামকে তো বিশ্বনেতা মহাত্মা গান্ধি সর্মথন করেননি। বরং দু,জন নিরপরাধ মহিলার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক