খান ফিরোজ: খাদ্যে নিষিদ্ধ দ্রব্য সংমিশ্রন, পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় দুটি বেকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল এর সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্র এর নেতৃত্বে এপিবিএন’র এসআই মোঃ তানভীর হোসেন সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় পরিচালিত অভিযানে এই দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত বেকারী দুটি হলো, নগরীর কাউনিয়া এলাকার (১) আল আমিন, প্রোঃ মোঃ রায়হান এবং (২) ডেইলি প্লাস ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, প্রোঃ অনি শেখ।
