নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় ইউনিয়নে
এইচপিএল ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেছেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। এই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত নিতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’
শনিবার(১৮ মার্চ) রাত সাড়ে ৮ টায় হারতা ইউনিয়ন পরিষদের মাঠে এইচপিএল ডে-নাইট টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় হারতা ফাইভ স্টার ডেকারেটর একাদশ বনাম নাথারকান্দি সিনিয়র একাদশ অংশগ্রহণ করে। খেলায় হারতা ফাইভ স্টার ডেকারেটর একাদশকে ২৫ রানে হারিয়ে বিজয়ী হয়েছে নাথারকান্দি সিনিয়র একাদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি এলইডি টিভি তুলেদেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনীল বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, দপ্তর সম্পাদক আজিজুল হক সিকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লাভলু তালুকদার, আওয়ামীলীগ নেতা মিন্টু মজুমদার, অভিলাস হালদার, নিখিল চক্রবর্তী, কমল সাহা, রতন সাহা প্রমুখ।
