হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলী উপজেলার পূর্ব সওদাগরপাড়া গ্রামে খেলার জন্য তৈরী ঘরে অগ্নিকান্ডে পুড়ে সামিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আজ (রবিবার) দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের পূর্ব সওদাগারপাড়া জাকির মুন্সীর মেয়ে সামিরা ও তার চাচাতো ভাই খরকুটা দিয়ে একটি খেলার জন্য ঘর তৈরি করেন। পরে সেই ঘরে রান্নার জন্য আগুন জ্বালানো হয়। ওই আগুন খেলার জন্য তৈরী ঘরের খরকুটায় লেগে যায়। তখন ভাই বের হতে পারলেও সামিরা ঘরের ভিতরে আটকে যায়। তখন আশে পাশের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনে সামিরার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।