১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী শোক সংবাদ সাংবাদিক বুলবুলের নানী সাহেরা খাতুনের ইন্তেকাল

গঠনতন্ত্র ছাড়াই বরিশাল জেলার ছাত্র ইউনিয়নের কমিটি

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের একটি ছাত্র গন সংগঠন। এটি একটি বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠন। সংগঠনটি বিভিন্ন সময় বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ধারার শিক্ষানীতির জন্য আন্দোলন করে আসছে। জন্মলগ্নে সংগঠনটির নাম ছিল ‘পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। পরবর্তীতে ১৯৫২ সালের ডিসেম্বর মাসে সংগঠনটির প্রথম সম্মেলনে অবিভক্ত পাকিস্তানের দুই অঞ্চলের অর্থনীতি, সমাজচেতনা, সংস্কৃতি ও ঐতিহ্য আলাদা হওয়ায় শুধু পূর্ব পাকিস্তান ভিত্তিক সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনটির নাম ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’ করা হয়। বাংলাদেশ স্বাধীনতার পরে সংগঠনটির নাম ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ রাখা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠানটি ছাত্রদের অধিকার অর্জনের লক্ষে কাজ করে আসছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা (৬) এর সদস্য (ক) নং এ লেখা আছে বাংলাদেশের যেকোনো ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিতে বিশ্বাস স্থাপন করলে প্রতিষ্ঠানের প্রাথমিক সদস্য হতে পারবে। ধারা (৬) এর সদস্য (খ) নং এ লেখা আছে সদস্যপদ গ্রহনকারী বয়স কোনোভাবেই ১২ বছরের কম হবে না এবং ছাত্র জীবন শেষ হলেও এক বছর পর্যন্ত সদস্য থাকতে পারবে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা সংসদের ৪০তম সম্মেলনে ধারা (৬) এর (খ) নং গঠনতন্ত্র নামা হয়নি। অর্থাৎ ছাত্র জীবন শেষ হলেও এক বছর পর্যন্ত সদস্য থাকতে পারবে।

কিন্তু গোপন সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ৪০তম সম্মেলনের শহিদুল ইসলাম নামের এক সাবেক ছাত্রকে সহ-সভাপতি পদ দেওয়া এবং একই সাথে তাকে গৌরনদী উপজেলা সংসদেও তাকে সভাপতির পদ দেওয়ার হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল জেলা সংসদের এক কর্মী জানান, শহিদুল ইসলামের ছাত্র জীবন শেষ হয়েছে আজ দুই বছর আগে। তিনি ২০১৮ সালে বরিশাল বিএম কলেজ থেকে মার্ষ্টাস থেকে শেষ করেন। গঠনতন্ত্র অনুসারে শহিদুল ইসলামকে ছাত্র ইউনিয়নের রাখার কোন প্রশ্নই উঠে না। সেখানে তিনি বরিশাল জেলার সংসদে সহ-সভাপতি ও গৌরনদী উপজেলার সভাপতি।

এবিষয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাধারন সম্পাদক জয় দেব সাহা জানান, ছাত্র ইউনিয়নের প্রয়োজনে সংগঠন যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বাচিত করতে পারেন। এখানে দোষের কিছু নাই।”

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ