নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ সদস্যকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার রাত ১১ টায় ইউনুস মিয়ার বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই থানার চর কাজল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চর কোফাল বেড়া গ্রামের বাসিন্দা মৃত হাজী সিদ্দিক মাস্টারের ছেলে মোহাম্মদ আলী হাজী , শফিউল্লাহ হাওলাদার এর ছেলে রাসেল হাওলাদার, নুরুল ইসলাম মাল এর ছেলে ফরিদ মাল। বর্তমানে মোহাম্মদ আলী হাজী মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিকল্পিতভাবে ৩ সদস্যকে মারধরের ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
আহত সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে একই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের সাথে সামান্য বিষয় নিয়ে মোহাম্মদ আলীর ভাতিজা বেলালের সাথে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে শাহাবুদ্দিন তার দলবল নিয়ে হামলা করার পায়তারা চালায় । ঘটনা দিন প্রতিবেশী শেখ ফরিদের টাকা নিয়ে গেলে মোহাম্মদ আলী প্রতিবাদ করে । এ সময় পূর্ব শত্রুতার জের ধরে রবিউল আলম পাটোয়ারী, ফরিদ সিকদার ,শাহাবুদ্দিন ,সালাউদ্দিন, হারুন শিকদার, বাদশা ,লিটন ,মামুন ,রাকিব, শরীফ অজ্ঞাত ১০/১৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মোহাম্মদ আলী হাজী’রঅবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।