২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে-উপজেলা  প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের- যথাযথ  শ্রদ্ধা  প্রদর্শনে দিবস টি পালিত হয়।
দিবসের -শুভ সূচনায় ৩১ তােপধ্বনি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ফুলের শ্রদ্ধা প্রদর্শন, প্রয়াত  শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতসহ – উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে, সম্মান ও স্যালুট প্রধান সহ – বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে স্বাধীনতার তাৎপর্য বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সরকারি পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার হাওলাদার,  মিসেস  ইউ, এন ও নাহিদা রহমান,  মিসেস সহকারি কমিশনার ভূমি আফরোজা হীরা, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জামাতের আমির মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন – মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন, সাবেক বিএনপি নেতা আব্দুস সুবাহান মিয়া, প্রভাষক হারুন আর রশিদ,সঞ্জিব দাস। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা।

সর্বশেষ