সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দেকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় শনিবার রাতে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার ডায়েরী নং- ৪৭৩। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সন্তোষ কুমার দে’র ব্যবহৃত মোবাইল ফোনে শনিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি তাকে রাজনৈতিক বিষয় নিয়ে নানা ধরনের হুমকি দেয়। এসময় পরিচয় জানতে চাইলে কোন পরিচয় না দিয়ে তাকে (সন্তোষ কুমার দে’কে) গলাচিপা ছাড়াসহ প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সন্তোষ কুমার দে বলেন, ‘ধারণা করছি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জেলা ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অনুকরণে প্রার্থী বাছাই হবে বলায় একটি মহল ক্ষুব্দ হয়। আর সংঘবদ্ধ একটি মহল এ কাজ করে থাকতে পারে। কারও হুমকিতে আমি ভয় পাই না।’ গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘সন্তোষ কুমার দে’কে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।’
